The news is by your side.

‘কিসি কা ভাই কিসি কি জান’: পূজার সঙ্গে সলমনের প্রেম, খুনসুটি

0 140

সলমন খান মানেই যেন ভরপুর অ্যাকশন আর প্রেমের গল্পের কমার্শিয়াল ছবি। সেই প্রত্যাশাই পূরণ করল তাঁর নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর এর ট্রেলার।

ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে । ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হলুদ হল্টারনেক গাউনে নজর কাড়ছিলেন তিনি।

কালো শার্ট আর ব্যাক ব্রাশ করা চুলে নজর কাড়ছিলেন ছবির নায়ক সলমন খান। একটি কালো সানগ্লাসও পরেছিলেন তিনি।

ট্রেলার লঞ্চে হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পালক মুচ্ছল, এই ছবিতে শোনা যাবে তাঁর গলাও।

আজ মুক্তি পাওয়া ট্রেলারে যেন দেখা মিলল পূজার সঙ্গে সলমনের প্রেম, খুনসুটির ঝলক, তেমনই দেখা গেল টান টান অ্যাকশন সিকোয়ন্সও। আর সেখানে চেনা ছন্দে ধরা দিলেন বলিউডের ‘ভাইজান’ , ছবির পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল। তাঁর কাঁধ ছাপানো চুল এক নতুন লুক দিয়েছিল অভিনেতাকে। ট্রেলারে নজর কেড়েছেন পূজাও। ঈদে মুক্তি পাবে সলমনের এই ছবি।

শুধু অভিনয় নয়, বেশ অনেক বছর পরে এই ছবিতে শোনা যাবে সলমনের কন্ঠও। ছবির গান ‘জি রহে থে হম’ গানে কণ্ঠ শোনা যাবে খোদ সলমনেরই। ইতিমধ্যেই অবশ্য মুক্তি পেয়ে গিয়েছে গানটি।

আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন ভূমিকা চাওলা। তাঁর সঙ্গে খুনসুটির মুহূর্ত সলমন খানের।

ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে দেখা যাবে সলমন খান, ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, জসসি গিল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগরকে।

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.