The news is by your side.

কান চলচ্চিত্র উৎসবে সানি লিওনির –কেনেডি!

0 139

 

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল অনুরাগ কশ্যপ পরিচালিত ‘কেনেডি’। এটিই একমাত্র ভারতীয় ছবি যা, এ বছর কান চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে।

কান-এর টুইটার হ্যান্ডল থেকে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই টুইটারে অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে। অনুরাগ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সানি লিওনি, রাহুল ভট্ট এবং ইউটিউব সিরিজ় ‘অ্যাসপির‌্যান্টস’ খ্যাত অভিনেতা অভিলাষ থাপলিয়ল।

কান চলচ্চিত্র উৎসবের তরফে টুইট করতেই অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও।

একটি আলাদা টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিচালক সুধীর মিশ্র। তিনি টুইটারে লেখেন, ‘‘আপনি কাশ্যপকে বেশি দিন চেপে রাখতে পারবেন না। ও আবার ফিরে এসেছে।’’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসেবে নির্বাচিত হয়েছে, যা ১৬ থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.