The news is by your side.

 ‘কথিত প্রেমিক’ বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শুধুই গুজব: তামান্না ভাটিয়া

0 117

তামান্না ভাটিয়া। বেশ কিছুদিন ধরেই বলিউডে তীব্র গুঞ্জন চলছে যে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার মাঝে প্রেমের সম্পর্ক চলছে।

দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়। তবে একাধিকবার দুজনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও দুজনেই নিজেদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। এবার বিজয় প্রসঙ্গে সরাসরি মতামত ব্যক্ত করেছেন তামান্না।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমরা একসঙ্গে একটি চলচ্চিত্র করেছি। এতে করেই এমন গুজব চারিদিকে শুরু হয়েছে। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের কাছে সবকিছু স্পষ্ট করার কোনো প্রয়োজন দেখছি না। এগুলো শুধুই গুজব। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’

সাম্প্রতিক সময়ে ‘বাহুবলী’, ‘বাহুবলী-২’, ‘সে রা নরসিমা রেড্ডি’র মতো বিগ বাজেটের চলচ্চিত্রে দেখা গেছে তামান্নাকে। তাকে পরবর্তীতে দেখা যাবে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এ ছাড়াও বেশ কিছু বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র হাতে রয়েছে অভিনেত্রীর।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.