The news is by your side.

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

0 247

 

 

কক্সবাজার অফিস

ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েকদিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের জনস্রোত নেমেছে। আনন্দ আর হৈ-হুল্লোড়ে সাগর তীরে মেতেছেন দেশি-বিদেশি পর্যটকরা ।

তাদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের বীচ কর্মীরা। শারদীয় দূর্গোৎসবের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্ট পর্যটকে ঠাঁসা। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি ও রামু বৌদ্ধ মন্দির ও মহেশখালী আদিনাথ মন্দিরে।

ঢাকা থেকে ফরহাদ কুশবা দম্পতি বলেন, টানা কয়েকদিনের ছুটিতে কক্সবাজার ছুটে আসেন। আসার সময় বাসের টিকিট সংকট দেখা দিয়েছিল। তবে কোনরকম কষ্ট করে পিছনের দুইটি সিট ম্যানেস করেছিল। আসতে কষ্ট হলেও এক পলকে সমুদ্র দেখে সব কষ্ট ভুলে যান বলে জানান এই পর্যটক। আগামীকাল তাদের সেন্টমার্টিন যাওয়ার কথা রয়েছে।

গাইবান্ধা থেকে পরিবার নিয়ে আসা জাহিদুর রহমানের সাথে কথা হয় ভিশন নিউজ ২৪’র। তার পূর্বে পরিকল্পনা ছিল পরিবার নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাবে । তবে এবারে কক্সবাজার থেকে শুধু একটা জাহাজ ছিল। আর না থাকায় জাহাজের টিকিট না পেয়ে সেন্টমার্টিন যেতে না পারে মন খারাপ তার। ছেলেমেয়েদের সন্তুষ্ট করার জন্য সেন্টমার্টিনের পরিবর্তে ইনানীর পাথর বীচ দেখানোর কথা বলেন এই পর্যটক। তবে এই পর্যটক অভিযোগ তুলেন খাবার রেস্তোরাঁ গুলোতে অতিরিক্ত দাম নিচ্ছে।

এবারে টানা কয়েকদিনের ছুটিতে পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে হোটেল, মোটেল ও গেস্টহাউস মালিকদের হিমশিম খেতে হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ অক্টোবর পর্যন্ত বেশির ভাগ হোটেল ও গেস্টহাউস বুকিং হয়েছিল। লাখের অধিক পর্যটক বর্তমানে অবস্থান করছে। এই ছুটিতে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা ।

হোটেল সী গাজীপুরের মহা-ব্যবস্থাপক আব্দুল জাব্বার বলেন, পর্যটক কে আমাদের প্রায় রুম বুকিং হয়েছে। আমাদের ১০তারিখ পর্যন্ত বুকিং আছে। অনেক পর্যটক রুম চাইলেও দিতে পারছি না। কলাতলীর রেন ভিউ মালিক মুকিম খান জানান, হোটেল-মোটেলে যে পরিমাণ ধারণক্ষমতা তার চেয়েও লোকসমাগম বেশি হয়েছে। রুম বুকিং করে যারা এসেছেন, তারা ছাড়া বাকিরা ভোগান্তিতে পড়ছেন।

এখানে লাখেরও বেশি মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু বেশি পর্যটক এলে রাত্রিযাপন নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ভিশন নিউজ ২৪ কে বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রতিটি পয়েন্ট আমাদের তথ্য কেন্দ্র রয়েছে এবং পর্যটকরা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক আছে। পাশাপাশি সমুদ্র গোসল করতে নামা পর্যটকদের জন্য আমাদের বীচ কর্মী ও সী লাইফ গার্ড কর্মীরা কাজ করছে।

পর্যটকদের হয়রানি রোধে আমাদের ম্যাজিস্ট্রেট কাজ করছে । অন্যদিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, তথ্যসেবা, পানীয় জলের ব্যবস্থাসহ নানা সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান ভিশন নিউজ ২৪ কে জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য সৈকতের বিভিন্ন পয়েন্ট আলাদা ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। আপত্তিকর ঘটনা এড়াতে তারা সবসময় সজাগ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.