কক্সবাজার অফিস
কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে দি আলম গেস্ট হাউজ নামক একটি হোটেলে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ওই হোটেলের ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত কাউসার জয়পুরহাট বাসিন্দা বলে জানা গেছে। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই পর্যটক।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, ওই ব্যক্তি বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।
তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া যায়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি।এবং ঐ চিরকুটে হোটেল কতৃপক্ষে হয়রানি না করার জন্য লিখেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দি আলম গেস্ট হাউজ হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার গতকাল দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।