The news is by your side.

কক্সবাজারের মহেশখালীতে মিলল ট্রান্সমিটার লাগানো বিলুপ্ত প্রজাতির পাখি

0 178

কক্সবাজার অফিস

কক্সবাজারের মহেশখালীতে গায়ে ট্রান্সমিটার লাগানো বিলুপ্ত প্রজাতির একটি পাখি ধরা পড়েছে। ধরা পড়ার পর থেকেই উৎসুক জনতা পাখিটি দেখতে ভীড় করে।

সোমবার বিকেল ৫টায় উপজেলার ধলঘাটা ইউনিয়নের অর্থনৈতিক জোন এলাকা থেকে পাখিটি ধরা হয়।

ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ভিশন নিউজ ২৪ কে  জানান, গ্রামের এক কিশোর ধলঘাটার সুইস গেইটের পাশে পাখিটিকে বসে থাকতে দেখে ধরে ফেলে। পরে পাখির গায়ে ডিজিটাল ডিভাইস লাগানো দেখে ওই কিশোর ভয়ে পাখিটি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন ভিশন নিউজ ২৪  বলেন, ‘পাখির গায়ে কিসের ডিভাইস লাগানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পাখিটি বনবিভাগকে জিম্মায় দেয়া হয়েছে।’

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ভিশন নিউজ ২৪ কে বলেন, ‘উদ্ধার হওয়া পাখিটি গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে। ছবি দেখে পাখিটি চিনতে পেরেছি। একটি প্রতিষ্ঠান আমাদের অনুমতি নিয়ে তাদের গবেষণার কাজে পাখিটির গায়ে ট্রান্সমিটার লাগিয়েছে। পাখিটি মহেশখালী বনবিভাগে নিয়ে গিয়ে সুস্থ করার পর অবমুক্ত করা হবে।’

এদিকে পাখির ছবির দেখে ন্যাচার কনজাভেশন ম্যানেজম্যান্ট নামক প্রতিষ্ঠানের ন্যাচারাল রিসোর্স ম্যানেজম্যান্ট ম্যানেজার আবদুল কাইয়ুম জানিয়েছেন, ‘পাখিটির নাম ‘‘কালামাথা জৌরালি (Black-tailed Godwit)’’। এটি বিলুপ্ত প্রজাতির একটি পাখি। এ ধরণের পাখি মহেশখালীর সোনাদিয়া দ্বীপ-হাঁসের চর সহ বিভিন্ন নির্জন সমুদ্র পাড়ের চরাঞ্চলে বসবাস করে।

বিভিন্ন গবেষক বা গবেষনা প্রতিষ্ঠান কর্তৃক পাখির গতিবিধি পর্যবেক্ষণের জন্য এ ধরণের ট্রান্সমিটার লাগিয়ে থাকেন। ট্রান্সমিটার লাগানোর বিষয়ে তিনি আরো জানান- এই ধরণের ট্রান্সমিটার আমরা একটি কচ্ছপের গায়েও লাগিয়েছিলাম।’

Leave A Reply

Your email address will not be published.