মৃত্যুই জীবনের সমাপ্তি। কিন্তু মৃত্যু আমার জীবনে কোনও সমাপ্তি আনেনি শনিবার দুপুরবেলায়।
শনিবার দুপুরবেলায় আচমকা কিছু লোক অন্ধকার থেকে উঠে এসে আমার চোখ বাঁধলো প্রথম, তারপর হাত, তারপর দুটো পা। তারপর আরও গভীর অন্ধকারে নিয়ে গিয়ে আমার খুলি খুলে মস্তিষ্ক বের করে নিল, বুক খুলে হৃদপিণ্ড।
আমি এখনও অন্ধকারে পড়ে আছি, তবে আমি শ্বাস নিচ্ছি এখন, কারণ ফুসফুস দুটো এখনও বেঁচে আছে। এখনও হাত দুটো শূন্যে মেলে দিতে পারছি, এখনও চিৎকার করে কাঁদতে পারছি, বলতে পারছি — কার কী ক্ষতি করেছিলাম?