The news is by your side.

এক দিকে পাহাড়, অন্য দিকে সমুদ্র:  দিতিপ্রিয়ার জন্মদিন পালন

0 189

চারিদিক আলোয় ঝলমল করছে। মাঝে কেক। কলকাতা থেকে প্রায় কয়েকশো কিলোমিটার ছাড়িয়ে। সমুদ্র-পাহাড়ের মাঝেই এই বছরের জন্মদিন কাটছে দিতিপ্রিয়া রায়ের। ২০-তে পা দিলেন অভিনেত্রী।

এই বয়সে সাধারণত কলেজ আর বাড়ির মধ্যেই কেটে যায় আর বাকি পাঁচ জনের জীবন। কিন্তু দিতিপ্রিয়ার ক্ষেত্রে তা কিঞ্চিৎ আলাদা। চূড়ান্ত ব্যস্ততা। একের পর এক ছবি, সিরিজ। দম ফেলার বিন্দু মাত্র সময় নেই। ‘কলকাতা চলন্তিকা’ ছবিটির প্রচার চলছে। তাঁর ফাঁকেই হাতে মাত্র চার দিনের ছুটি।

বিশাখাপত্তনম থেকে তখন আরাকু ভ্যালি যাচ্ছেন দিতিপ্রিয়া। বললেন, “কত দিন ছুটি পাইনি! এই চার দিনের ছুটিটা আমি তিন মাস আগে থেকে চেয়ে রেখেছিলাম। মাঝরাতে কেক এনে দারুন চমক দিয়েছে পরিবারের সবাই। এ বছরের জন্মদিনটা অনেকটাই অন্য রকম।”

বিশাখাপত্তনম যাওয়ার আগেই অবশ্য এখানেও নিজের জন্মদিন উদ্‌যাপন করেছেন। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কাটিয়েছেন বিশেষ মুহূর্ত। সঙ্গে ছিল দিতিপ্রিয়ার প্রিয় খাবার। ১২ অগস্ট কলকাতা ফিরছেন অভিনেত্রী। তার পরই শুরু হবে সন্দীপ্তা-দিতিপ্রিয়ার নতুন ওয়েব সিরিজের শ্যুটিং।

Leave A Reply

Your email address will not be published.