The news is by your side.

 ‘‘এই আমিশাই সেই আমিশা?’’,  ‘‘চোখ ফেরানো যাচ্ছে না, কে বলবে এত বয়স!’’

0 148

 

ছোট্ট বালিশে আড়াল করা স্তনযুগল। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। এক ঢাল বাদামি চুল ঝাঁকিয়ে হাসিমুখে দেখা দিলেন আমিশা পটেল। ৪৬ বছরেও তাঁর জেল্লাদার যৌবন চোখ ধাঁধিয়ে দিল অনুরাগীদের।

এক ছবিতে দেখা যায়, বেজ রঙের ছোট্ট স্কার্টে লজ্জা নিবারণ করেছেন আমিশা। তবে সেই স্কার্টও চেরা, ঊরুর প্রায় সবটাই উন্মুক্ত নায়িকার। স্কার্টের রঙের বালিশেই ঢেকেছেন বুক। নরম রঙের আভা ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর মোলায়েম উপস্থিতিতে। তাঁর হাসি জানান দিচ্ছে আত্মবিশ্বাস।

মুম্বইয়ের এক জনপ্রিয় তারকা আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছে আমিশার প্রাণোচ্ছল মুহূর্ত। তাঁর রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরাও। অনুরাগীদের মধ্যে এক জন মন্তব্য করলেন, ‘‘এই আমিশাই সেই আমিশা?’’ আবার কেউ লিখলেন, ‘‘চোখ ফেরানো যাচ্ছে না, কে বলবে এত বয়স!’’

‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির নায়িকা যে এখনও কোটি দর্শকের হৃদয়ে তুফান তুলতে সক্ষম, আমিশা দেখা দিয়ে তা বুঝিয়ে দিলেন আবার। আবার তাঁকে দেখা যাবে শীঘ্রই, ‘গদর ২’তে।

বলিউডে প্রধান চরিত্রে শেষ তাঁকে দেখা গিয়েছে ২০০১ সালে। ‘গদর: এক প্রেম কথা’য়। ২২ বছর পর ‘গদর ২: দ্য কথা কন্টিনিউস’-এ আবার ফিরছেন আমিশা। এই ছবিতে সানি দেওলের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.