The news is by your side.

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

0 102

 

রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে৷ এতে মিরপুর রোডসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে। এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে তারা জানান। তারা বলেন, আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) নব কুমার বিশ্বাস জানান, সাইন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধাঘণ্টা যাবত তীব্র যানজটের তৈরি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.