The news is by your side.

উত্তাল তিস্তা, পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ মমতার

0 190

সিকিমে আচমকাই মেঘভাঙা বৃষ্টির জেরে বাঁধে জল ভরে যায়। প্রবল চাপে সেই জল বইতে শুরু করে তিস্তায়। বেড়ে যায় তিস্তার জলস্তর।

নদীর পাশে থাকা একটি সেনাছাউনিতে জলের ধাক্কায় ভেসে যান ২৩ জন সেনা। সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তিস্তা যেহেতু নেমে এসেছে উত্তরবঙ্গে তাই তার জলে ক্ষতি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল।

পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন পরিস্থিতির ওপর নজর রেখে চলতে। একইসঙ্গে বিপর্যয় হলে যেন দ্রুত তা মোকাবিলা করা যায় সেবিষয়টি খেয়াল রাখতে মুখ্যসচিবকে নির্দেশও দিয়েছেন মমতা। বিষয়টি তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানান, কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ি থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্যের সিনিয়র মন্ত্রী ও আমলাদের উত্তরবঙ্গে গিয়ে উদ্ধার ও ত্রাণকার্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সিকিম সরকারকে পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

Leave A Reply

Your email address will not be published.