The news is by your side.

ইসরাইলে বন্ধ আল-জাজিরা

0 141

 

ইসরাইলে বন্ধ হয়ে গেল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সম্প্রচার। দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, তিনি আল-জাজিরা বন্ধের আদেশে স্বাক্ষর করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে।

এ ব্যাপারে রোববার একমত হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। দেশটির সংবাদপত্র হারেৎজের খবরে বলা হয়েছে, আল-জাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরাইলি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে।

গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ একটি আইন পাস করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল-জাজিরাকে ‘উস্কানিমূলক গণমাধ্যম’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক কোনো চ্যানেলের স্থান নেই।

তাছাড়া যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাস যুদ্ধ বন্ধের যে প্রস্তাব দিয়েছে তাও প্রত্যাখান করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, আমরা এমন কোনো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত নই যার মাধ্যমে হামাস বাঙ্কার থেকে বেরিয়ে পুনরায় তাদের কর্যক্রম শুরু করতে পারে।

গত ৭ অক্টোবরের পর ইসরাইলের হামলায় ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। তখন থেকেই ইসরাইল হামাস সংঘাত নিয়ে সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আল-জাজিরা। তবে এ ব্যাপারে এর আগেও বেশ কয়েকবার আপত্তি তুলেছেন ইসরাইলির বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ। এবার তা পুরোপুরি বন্ধ করা হলো।

Leave A Reply

Your email address will not be published.