The news is by your side.

ইরানে ‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতা:  আদালতে অনন্ত জলিলকে তলব

0 143

 

‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতায় এবার বাংলাদেশি নায়ক-প্রযোজক অনন্ত জলিলকে তলব করেছেন ইরানের তেহরানের একটি আদালত।

সোমবার দুপুরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে চলচ্চিত্রটির ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজম বলছেন, ‘আদালতে জনাব অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং উনি বা উনার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে অবস্থিত ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।’

আদালতে তলবের একটি কাগজও প্রকাশ করেছেন তিনি। যাতে ফারসি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিলমোহর রয়েছে। যেখানে অনন্ত জলিল, পিতা আব্দুল গোফুর, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকার ঠিকানা রয়েছে।

গত ঈদুল আজহায় দেশের সিনেমা হলে মুক্তি পায় অনন্ত জলিল-বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। এতে তাদের পাশাপাশি ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা অভিনয় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.