পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।
বুধবার ইসলামাবাদের একটি আদালত বিচারককে হুমকি দেওয়ার মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ইমরান খানের আইনজীবী শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেন বেসামরিক বিচারক মালিক আমান। সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আদালত পিটিআই প্রধানকে আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশ দিয়েছে বলেও জানা গিয়েছে।