The news is by your side.

আলু-পেঁয়াজ-ডিমের মূল্যবৃদ্ধির তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

0 65

 

আলু, পেঁয়াজ, ডিমসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মূল্যবৃদ্ধি তদন্ত করে সেই প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত একটি রুলও দিয়েছেন। এসব পণ্যের মূল্যবৃদ্ধি রোধে রাষ্ট্রপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চেয়েছেন উচ্চ আদালত। এ ছাড়া রুলে কৃষিপণ্যের যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের জন্য উৎপাদিত পণ্যের আশপাশে বাজার অবকাঠামো নির্মাণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের শুনানিকালে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Leave A Reply

Your email address will not be published.