নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের দুঃসময়ের এ নেতা।
আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিল্পী রফিকুল আলম, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন,সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চলচ্চিত্র অভিনেতা শাকিল খান, জোটের কেন্দ্রীয় নেতা লেখক ও সাংবাদিক সুজন হালদারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠন এবং জাতির দুঃসময়ে আলমগীর কুমকুমের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিশুদ্ধতার ক্ষেত্রে আলমগীর কুমকুমের অবদান জাতি চিরদিন মনে রাখবে।