চলতি মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না নেইমার। লিলের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটে নেইমারের অস্ত্রোপচার করা লাগবে বলে জানিয়েছে চিকিৎসক আর পিএসজি কর্তৃপক্ষ। অস্ত্রোপচার করলে অন্তত ৩-৪ মাসের জন্য মাঠের বাইরতে ছিটকে যেতে হবে নেইমারকে, বলা যায় এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না পিএসজির এই তারকার। ‘
১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে লিলের বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। পুরোনো চোটের জায়গাতেই নতুন করে চোট, এবার আর অস্ত্রোপচার করানো ছাড়া উপায় নেই।
চোট পাওয়া গোড়ালিতে লিগামেন্টের সমস্যা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। বড় ধরনের ক্ষতি এড়াতে অস্ত্রোপচার করা লাগবে বলেও জানায় তারা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তও নিয়েছেন এই তারকা।
আগেও বারবার চোটে পড়ে আবার ফিরে এসেছেন মাঠে। এবারও তেমন দৃঢ় মনোবল ধরে রেখেছেন নেইমার। শক্তিশালী হয়ে ফেরার বার্তাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরার বার্তা দিয়ে নেইমার লিখেছেন, আরো শক্তিশালী হয়ে ফিরব। অস্ত্রোপচারে সম্মতি দিলেও ঠিক কবে সেটি করা হবে তা এখনও জানা যায়নি। অস্ত্রোপচারের পর অন্তত ৩-৪ মাস মাঠের বাইরে ছিটকে যেতে হবে নেইমারকে।