আরাভের সম্পদ অবৈধ হলে ব্যবস্থা নিন, বৈধ হলে তাকে স্যালুট দিন
সম্পদ হওয়া কি অপরাধ? হ্যা,অপরাধ, যদি তা লিগ্যাল না হয়
আশরাফুল আলম খোকন
আরাভ খান ওরফে আরো অনেকগুলো নাম আছে। সবগুলো জানিওনা। গত কিছুদিন যাবত সবখানে খুব আলোচিত বিষয়। পুলিশের খাতায় ৪/৫ বছর আগে থেকে একটি হত্যা মামলার ৬ নম্বর আসামি। তিনিতো এর মধ্যেও কয়েকবার নাকি দেশেও এসেছেন।
এতো বছর আমরা কেউ নাম শুনিনি, কোনো মিডিয়ায়, পুলিশের ব্রিফিংয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায়। এখন কেন শুনছি, এতদিন শুনিনি কেন? এখন শুনছি, কারণ এখন তার অঢেল টাকা। টাকা না থাকলে কিংবা দুবাইতে শ্রমিক হয়ে থাকলে হয়তো তাকে কেউ চিনতোও না।
সম্পদ হওয়া কি অপরাধ? হ্যা,অপরাধ, যদি তা লিগ্যাল না হয়। আমরা যত ধনী মানুষের গল্প শুনি, তারা সবাই শূন্য থেকেই শীর্ষে। তাদের টাকাও অবৈধ হলে তা দেখার দায়িত্ব কি আপনার, আমার? নির্দিষ্ট সংস্থার খুঁজে বের করা উচিত টাকা বৈধ নাকি অবৈধ।
অবৈধ হলে ব্যবস্থা নিন। আর বৈধ হলে তাকে স্যালুট দিন, তার এই অর্জনের জন্য।
লেখক– প্রধানমন্ত্রীর সাবেক উপ–প্রেস সচিব