The news is by your side.

আমার কাছে শক্তির একটা বড় স্তম্ভ অনুষ্কা: বিরাট কোহলি

0 121

দেশের পাওয়ার কাপল বললেই সবার আগে আসে ও অনুষ্কা শর্মার নাম। তাদের প্রেম থেকে বিয়ে সবটাই যেন রূপকথার মতো। তাদের নিয়ে চর্চা যেন থামবার নয়,  বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যেন নেটদুনিয়ার হটকেক।

নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু যখনই সুযোগ পান, একে অপরের প্রতি ভালবাসা জাহির করেন এই তারকা দম্পতি। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে আদরে ভরিয়ে দেন তারা। বিরাটের জীবনে ঠিক কতটা প্রভাব রয়েছে অনুষ্কার, তা নিজেই জানিয়েছেন বিরাট।

বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলি  বলেছিলেন, আমার জীবনে অনুষ্কার বিশাল প্রভাব রয়েছে। জীবনে কারও প্রভাব থাকলে মাঠেও তার প্রতিফলন পাওয়া যায়। কারণ খেলাটাও আমাদের জীবনের অঙ্গ। আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি আর পুরোটাই অনুষ্কার জন্য।

বিরাট আরও বলেন, অনুষ্কার মতো জীবনসঙ্গী পাওয়ায় আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমার কাছে শক্তির একটা বড় স্তম্ভ অনুষ্কা । অনেকেই হয়তো আলোচনা করে, তবে অনুষ্কা আমার জীবনে আসার পর আমার বিবর্তন শুরু হয়েছে। আমরা একে অপরকে বেড়ে উঠতে সাহায্য করেছি। অনুষ্কা না থাকলে এতটা আবেগ এবং প্রাণশক্তি নিয়ে খেলতে পারতাম না।

ক্রিকেটের কেরিয়ারের ১১ বছর পার করে ফেলেছেন বিরাট কোহলি । সম্প্রতি অধিনায়কত্ব ছেড়ে বিতর্কে জড়ালেও সেসব গসিপকে পাত্তা দিতে নারাজ বিরাট কোহলি। বরং খোশমেজাজে পুরো পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি।

বলিউডের প্রথমসারির অভিনেত্রী সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সদ্যই  ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা।  মেয়ের জন্মের আগে অনুষ্ক জানিয়েছিলেন, মেয়েকে দূরে রাখতে চান সোশ্যাল মিডিয়া থেকে। এবং মেয়ে বড় হলেও সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন বিরুষ্কা জুটি।

Leave A Reply

Your email address will not be published.