The news is by your side.

আমার আর নবীজীর মধ্যে বিস্তর মিল, নবীজী  একাধিক বিয়ে করেছিলেন, আমিও

তসলিমা নাসরিন

0 289

 

জিহাদি ভাইয়েরা আমার অসুস্থতা নিয়ে কয়েকদিন যাবৎ চরম উৎসব করছেন। এটা ঠিক যে আমার ওপর আল্লাহর গজব পড়েছে। ঠিক যেমন নবীজীর ওপর আল্লাহর গজব পড়েছিল।

আমার আর নবীজীর মধ্যে বিস্তর মিল। দুজনই আমরা রবিউল আওয়াল মাসের বারো তারিখে জন্মেছিলাম। নবীজী নতুন বার্তা দিয়েছিলেন সমাজে, আমিও নতুন বার্তা দিয়েছিলাম সমাজে। নবীজী নারীবাদি ছিলেন, আমিও। নবীজী একাধিক বিয়ে করেছিলেন, আমিও।

আমি শত্রুদের ভয়ে  রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য   হয়েছিলাম। ঠিক যেমন  নবীজী  শত্রুদের ভয়ে রাতের অন্ধকারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

আল্লাহ তায়ালা  আমার হাত পা  ভেঙেছেন, নবীজীর সামনের তিনটে দন্ত মোবারকও ভেঙেছিলেন। শুধু তাই নয়,   আল্লাহ তায়ালা নবীজীকে  বিষ খাইয়ে অসহ্য যন্ত্রণা দিয়ে মেরেছেন।

তিনদিন পর্যন্ত নবীজীর লাশ-মোবারককে  কবর দিতে দেননি।  লাশ-মোবারক পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।  আমার লাশ অবশ্য অগ্রীম দান করা হয়ে গেছে মেডিক্যাল কলেজে, আর যা-ই হোক সেই লাশ পচবে না।   এইদিক থেকে আমার ওপর আল্লাহর গজব নবীজীর ওপর গজবের চেয়ে কিছুটা কম বটে।

Leave A Reply

Your email address will not be published.