The news is by your side.

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন

নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণা নিয়ে গবেষণা

0 158

 

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আলফ্রেড নোবেলের স্মৃতিতে এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য ক্লডিয়া গোল্ডিনকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল কমিটি আরও জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান খুব একটা উপস্থাপিত হয় না। কাজের ক্ষেত্রেও তারা পুরুষদের তুলনায় কম মজুরি পান।

মার্কিন অধ্যাপক গোল্ডিন এ বিষয়ে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। এর মাধ্যমে তিনি দেখিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে এবং কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য পরিবর্তিত হয়েছে।

মার্কিন এ অর্থনীতিবিদ নিউইয়র্কে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।  ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ।

Leave A Reply

Your email address will not be published.