The news is by your side.

৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৫০ হাজার টাকা শুল্ক

ছয় মাস পর পর লেনদেনের হিসাব বিবরণী দেওয়া বাধ্যতামূলক

0 208

ব্যাংকে ৫ কোটি টাকা জমা হলেই কর দিতে হবে বেশি। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তির ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা বা এর বেশি জমা হলে ৫০ হাজার টাকা আবগারি শুল্ক কাটা হবে, যা আগে ছিল ৪০ হাজার টাকা।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক আদায় করা হয়। কোনো ব্যক্তির ৫ কোটি টাকার বেশি থাকলে বছরে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য রয়েছে। এখন থেকে ৫ কোটি টাকার ঊর্ধ্বে ব্যাংক স্থিতির ওপর ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি।

জাল-জালিয়াতি রোধে এখন থেকে আমানতসহ লেনদেনের হিসাব বিবরণী গ্রাহককে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকগুলোকে ছয় মাস পর পর গ্রাহককে হিসাব বিবরণী দিতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

নতুন নির্দেশনা মতে, হিসাবের বিবরণী ই-মেইল, ডাক ও কুরিয়ারে পাঠাবে ব্যাংক। আর গ্রাহকের হিসাবে লেনদেনের তথ্য তাত্ক্ষণিকভাবে মোবাইল বার্তা দিয়ে জানাতে হবে। ব্যাংকগুলোকে এ সেবার জন্য চার্জ না নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

Leave A Reply

Your email address will not be published.