The news is by your side.

১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

0 831

 

আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন থেকে থেকে ৬ মে পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পাবলিক পরীক্ষার সময় বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ অমান্য করে সেগুলো নানাভাবে খোলা রাখার চেষ্টা করে। এ কারণে বাধ্য হয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। তার মধ্যে সাধারণ ৮টি বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৫৫০, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৪৫১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, অনিবার্য কারণে কেউ দেরি করলে, গেটের সামনে বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.