ইউরো ২০২০ বাছাইপর্বে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে রাশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। রাশিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন দেনিস চেরিশেভ।
বিরতির আগে পেনাল্টি থেকে গোলটি করেন চেলসিতে খেলা এডেন হ্যাজার্ড। আর ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যাজার্ড।