The news is by your side.

হিসেব করে যেটা হয় সেটা চুক্তি, প্রেম নয়: তসলিমা নাসরিন

0 666

 

 

কৌশিক গাঙ্গুলির ‘নগরকীর্তন’ ছবিটি দেখলাম । সেই কবে মুক্তি পেয়েছে, দেখলাম আজ। হোক না দেরি, দেখা তো হলো, মুগ্ধ তো হলাম। ইউরোপ আমেরিকায় সমকামী বা রূপান্তরকামী সম্পর্কের ওপর অসাধারণ সব ছবি বানানো হয়েছে। বাংলায় সমকামিতাকে বা রূপান্তরকামিতাকে অধিকাংশ মানুষই মেনে নেয় না, সেখানে সাহস করে গোটা একটা ছবি বানিয়ে ফেলা– চাট্টিখানি কথা নয়। প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। ঋত্বিকের অভিনয়ের তুলনা হয় না। অভিনয় তখনই চমৎকার, যখন মনে হয় না এ অভিনয়।

রূপান্তরকামী, সমকামী, উভলিঙ্গ, উভকামী– কুইয়ারদের জীবনের সুখ দুঃখ কী সুন্দর একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে বলেছেন কৌশিক। অ্যাং লী’র ব্রোকব্যাক মাউন্টেনকে আমি কখনও সমকামীদের গল্প বলি না, আমি বলি অসাধারণ এক প্রেমের গল্প। নগরকীর্তনও একটি সুন্দর প্রেমের গল্প।

তুমি কারো সঙ্গে তুমুল প্রেম করছো। সে দেখতে কেমন, তার লিঙ্গের আকার আকৃতি কেমন, তার ধন দৌলত কেমন, তার বংশ পরিচয়ই বা কী, এই প্রশ্নগুলো মনে উদয় হলে সেটা আর প্রেম নয়। প্রেম সব কিছু তুচ্ছ করবে, তবেই না প্রেম। হিসেব করে যেটা হয় সেটা চুক্তি, প্রেম নয়।

 

Leave A Reply

Your email address will not be published.