The news is by your side.

স্যুইম স্যুট পরা ছবিতে চমকে দিয়েছেন ‘রানি’ দিতিপ্রিয়া

0 617

 

 

টলিউডে বর্তমানে অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন দিতিপ্রিয়া। রমরমিয়ে চলছে তাঁর সিরিয়াল রানী রাসমণি।

সন্ধে হলেও ঘরে ঘরে পৌঁছে যান দিতিপ্রিয়া। রানির আটপৌরে পোশাকেই আমজনাতর কাছে তিনি পরিচিত।

তবে আদতে দিতিপ্রিয়া চনমনে টিনেজার। তাই ছুটি কাটাতে স্যুইম স্যুটে ঝাঁপিয় পড়েছেন সুইমং পুলে। লাল পেড়ে শাদা শাড়ী পরা রাসমনিকে সেই বেশে দেখে চমকে উঠেছেন অনেকেই। উন্মুক্ত পোশাকে কিন্তু তিনি বেশ সাবলীল।

দিতিপ্রিয়ার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে, সব ধরনের পোশাকেই তিনি স্বচ্ছন্দ। ঘাড় পর্যন্ত কাটা চুল। কখনও লং স্কার্ট, কখনও টি-শার্টে দেখা যাবে তাঁকে।

ক্লাস ইলেভেনের ছাত্রী দিতিপ্রিয়া৷ একদিকে কাজের চাপ অন্যদিকে পড়ার চাপ, সব সামলান বেশ ভালভাবেই৷ সব চাপ থেকে মুক্তি পেতেই এভাবে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছেন অভিনেত্রী৷

ক্যাপশনে লিখেছেন ‘কাজ থেকে লুকোতেই’, হাল্কা মেজাজের দিতিপ্রিয়ার সেই ছবিই আপাতত ভাইরাল।

 

 

Leave A Reply

Your email address will not be published.