The news is by your side.

সুইমিংপুলে আনন্দমুখর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা

0 605

 

 

 

সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ছবি দ্য স্কাই ইজ পিংক। এতে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের ভূমিকাও পালন করেন প্রিয়াঙ্কা। প্রচারের উদ্দেশ্যে ছবি মুক্তির কয়েক দিন আগে ভারতে উড়াল দেন পিসি। জোর প্রচারণা চালালেও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

তবে ব্যস্ততা কাটিয়ে ঠিকই আনন্দমুখর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রায়ই দারুণ সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন দেশি গার্লখ্যাত এই অভিনেত্রী। এবার তাকে দেখা গেল সুইমিংপুলে। সঙ্গে ছিল ফুটফুটে একটি শিশুও।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে অবসর সময় পার করছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে থাকা শিশুটি তাঁকে বলছে, তুমি খুব সুন্দর।এ সময় সহাস্যে প্রিয়াঙ্কা উত্তর দেন, নো, ইউ আর সো কিউট।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা লুফে নেন নেটিজেনরা। এটি এ পর্যন্ত ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ১৯ লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে ভিডিওটি। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে সাত হাজারেরও বেশি।

নেটিজেনদের অনেকের মনেই প্রশ্ন জাগে, পিসির কোলে থাকা মেয়েটি কে! প্রতিবেদন জানাচ্ছে, প্রিয়াঙ্কার স্টাইলিস্ট ও বন্ধু দিবা জ্যোতি ও নিল সরকিসিয়ান দম্পতির সন্তান ওই মেয়েটি। কৃষ্ণা নামের ওই শিশুর জন্মের পরেও তাকে কোলে নিয়ে থাকা ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি ব্যান্ডতারকা স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জন ওঠে। মতের অমিল ও বোঝাপড়ার অভাব থেকেই নাকি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন দুজনে।

 

মাস চারেক আগেও একবার প্রিয়াঙ্কা-নিক দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সেসব খবর উড়িয়ে দেন দুজনেই। এবারের গুঞ্জনকেও যথারীতি মেনে নিতে রাজি নন নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা। যদিও ভেসে বেড়ানো গুঞ্জনের ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা বা নিকের কেউই।

 

Leave A Reply

Your email address will not be published.