The news is by your side.

সারার সঙ্গে চুমুর ভিডিও ভাইরাল, মুখ খুললেন আরিয়ান

0 662

 

 

কার্তিক আরিয়ান সারা আলি খানের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় তাদের অন্তরঙ্গ যেসব ভিডিও ভাইরাল হয়েছে তাতে প্রেমের বিষয়টি বলাই যায় এবার শুটিং সেটেই একে অপরকে চুমু খেয়েছেন ইমতিয়াজ আলির ছবি লাভ আজ কাল শুটিং শুরু হতেই এই চুমুকাণ্ড! সেই ভিডিও ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে রীতিমতো হৈ চৈ পড়ে যায়

এর আগেই কফি উইথ করণে এসে সারা জানিয়েই ছিলেন তিনি কার্তিক আরিয়ানকে ডেট করতে চান। কার্তিকও একই মঞ্চে এসে সারার প্রতি একটা আকর্ষণের কথা স্বীকার করে নিয়েছিলেন। তাইবলে এভাবে প্রকাশ্যে চুমু! ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন নায়ক।

মুখ খুলেই একটা প্রশ্ন ছুড়ে দিলেন কার্তিক। আদৌ কি তাদের চুমুর ছবিই ভাইরাল হয়েছে? যার মানে দাঁড়ায়, তিনি বা সারা নন, অন্য কেউ খাচ্ছেন সেই চুমু! মানেটা কী!

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে দু’জনকে আলাপও করিয়েছেন রণবীর সিং। সেই ছবিও বেশ ভাইরাল। আপাতত কার্তিক ও সারা একসঙ্গে কাজ করছেন লাভ আজ কাল ২-তে। কিন্তু প্রশ্ন উঠছে, কার্তিকের কথা অনুযায়ী, তাহলে কী এই চুমুর ভিডিওটি শুধুমাত্র একটি প্রচার ভিডিও?

 

 

Leave A Reply

Your email address will not be published.