The news is by your side.

সাফ চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

0 182

 

কথা রাখলেন সাবিনা খাতুনরা। মালদ্বীপকে ৫ গোলে উড়িয়ে দেয়ার পর পাকিস্তানকে গোলবন্যায় ভাসানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। মাঠে সেটিই করে দেখালেন। পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাবিনা খাতুনের দল।

প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দেয় সাবিনা-স্বপ্নারা। দলের হয়ে হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক সাবিনা, গোল পান মনিকা, সিরাজ জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ভারত যদি জিতে যায়, তাহলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশেরও। এর আগে গত বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক ছিলেন সাবিনা-স্বপ্নারা। তাই এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে সাবিনার পাসে বাংলাদেশকে এগিয়ে দেন মনিকা চাকমা।

একের পর এক আক্রমণে ২৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। সাবিনার কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন সিরাত জাহান স্বপ্না। তিন মিনিট পরই নিজের প্রথম ও দলের তৃতীয় গোল পান সাবিনা। চার মিনিট বাদেই সানজিদার ক্রসে ফের পাকিস্তানের জালভেদ করেন সাবিনা।

বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ম্যাচের ৫৮ মিনিটে ডানদিকে থ্রোয়িং থেকে বল পেয়ে বক্সে ক্রস করেন সানজিদা। সেখান থেকে লাফিয়ে জালে জড়ান সাবিনা। এতে দলের পঞ্চম গোলের সঙ্গে হ্যাটট্রিক পুরো করেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপে এটি সাবিনার দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে আফগানিস্তানের বিপক্ষে ৫ গোল করেছিলেন বাংলাদেশের গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন। ৭৭ মিনিটে দলের ষষ্ঠ গোল করেছেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে ১৩ সেপ্টে

Leave A Reply

Your email address will not be published.