The news is by your side.

সমাবেশে যাওয়ার পথে খুলনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা

0 187

বিএনপির সমাবেশে যাওয়ার সময় খুলনায় রেলস্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিএনপির গণসমাবেশে আগত ব্যক্তিদের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এই ভাঙচুরের ঘটনা ঘটে জানা গেছে।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘নিজেদের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ান আগত ব্যক্তিরা। একপর্যায়ে তাঁরা স্টেশনের গ্লাস ভাঙচুর করেন। পুলিশকে খবর দিলে বিএনপির নেতা-কর্মীরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে পরিস্থিতি শান্ত হয়।’

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিভাগীয় গণসমাবেশ হচ্ছে নগরের সোনালী ব্যাংক চত্বরে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির নেতা-কর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

কেএমপির অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.