The news is by your side.

শ্রীলঙ্কায় আদানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র:  ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ

0 106

আলোচিত ধনকুবের গৌতম আদানি শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছেন। শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড গতকাল বুধবার আদানি গ্রিন এনার্জি লিমিটেডের দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়।

গৌতম আদানি একসময় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ছিলেন। সর্বশেষ ব্লুমবার্গ বিলিয়নিয়র ইনডেক্স অনুযায়ী, আদানি এখন ২৯ নম্বরে গিয়ে ঠেকেছেন। হিন্ডেনবার্গ রিসার্চের করা রিপোর্টের পর আদানির শেয়ার পড়ে যেতে শুরু করে। রিপোর্টের পর আদানি গোষ্ঠীর ১২০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

ফলে শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে বিনিয়োগকে বেকায়দায় থাকা আদানি গ্রুপের ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্যও এটি বড় খবর। গত বছর অর্থনীতিতে বিপর্যয়ে পড়ার পর এটিই শ্রীলঙ্কায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড জানায়, আগামী দুই বছরের মধ্যে আদানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি চালু করবে এবং ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে সেখানকার বিদ্যুৎ যোগ হবে।

 

Leave A Reply

Your email address will not be published.