‘পাঠান’ সিনেমার প্রথম গান নিয়ে বিতর্কের মধ্যে নতুন আরেকটি গান প্রকাশ পেল। বৃহস্পতিবার ‘ঝুমে জো পাঠান’ গানটি প্রকাশ পায়।
জমজমাট নাচের এই গানটির তালে শাহরুখ ও দীপিকার নাচ ভক্তদের মন কেড়ে নিয়েছে। ইউরোপের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে গানটি। পশ্চিমা ধাঁচের এই গানটির সাথে শাহরুখ-দীপিকার পোশাকও দারুণ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। শাহরুখ-দীপিকার পেছনে নাচতে দেখা গেছে এক ঝাক নৃত্যশিল্পীকে।
এই গান প্রসঙ্গে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ বলেন, ‘আমরা যখন ঝুমে জো পাঠান গানটির পরিকল্পনা করছিলাম, আমরা নিশ্চিত ছিলাম যে শাহরুখের গানটি অরিজিৎ সিংকে দিয়ে করাবো।
তিনি আমাদের দেশের এক নম্বর গায়ক। আমরা চেয়েছিলাম তিনি আমাদের চিরসবুজ সুপারস্টারের জন্য গানটি করুক। অরিজিৎ তাঁর জাদু দেখিয়েছেন আর গানের তালে নাচে মাতিয়েছেন শাহরুখ-দীপিকা।’