The news is by your side.

শাহরুখকে ছুঁয়ে দেখাই শেষ ইচ্ছা, ক্যানসার আক্রান্ত মায়ের স্বপ্নপূরণে মরিয়া মেয়ে..

0 146

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বয়স ষাটোর্ধ্ব। মারণরোগ ক্যানসারে ভুগছেন। এই বয়সেও তাঁর জীবন জুড়ে শুধুই শাহরুখ খান। শেষ সময়ে এসেও একটাই ইচ্ছা, স্বপ্নের নায়ক শাহরুখ খানকে একবার স্বচক্ষে দেখা। তিনি খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তী। তাঁর এই ইচ্ছাপূরণ করতে মরিয়া তাঁর কন্যা প্রিয়া চক্রবর্তী। টুইট করলেন খোদ শাহরুখকে।

বাড়ির দেওয়াল জুড়ে রয়েছেন একজনই। তিনি বলিউড অভিনেতা শাহরুখ খান। ডর, চক দে ইন্ডিয়া, জিরো থেকে শুরু করে দেওয়াল জুড়ে শাহরুখ অভিনীত নানান সিনেমার পোস্টার। এই ছবিটা খড়দহের দক্ষিণপল্লীর বাসিন্দা ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধা শিবানী চক্রবর্তীর বাড়ির। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একটাই ইচ্ছা,  বলিউডের কিং খানকে একবার ছুঁয়ে দেখা।

 

 

Leave A Reply

Your email address will not be published.