The news is by your side.

‘লিভ-ইন রিলেশনশিপে’র পর বিচ্ছেদ ইলিয়ানার

0 483

 

 

 

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজের প্রেম ভেঙেছে। দীর্ঘদিন প্রেমিক অ্যানড্রিউ নিবোনসের সঙ্গে ‘লিভ-ইন রিলেশনশিপে’ থাকার পর বিচ্ছেদ হলো দুজনের।

যদিও কিছুদিন আগ পর্যন্ত শোনা যাচ্ছিল শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন দুজনে। কিন্তু কী কারণে বিচ্ছেদ হলো ইলিয়ানার তা এখনো জানা যায়নি।

‘বলিউড নাউ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যানড্রিউর সঙ্গে ইলিয়ানার বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর মুটিয়ে গেছেন ইলিয়ানা। তার আগত সিনেমা পাগলপন্তিতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

বিচ্ছেদের ব্যাপারে কোনো কথা বলতে নারাজ ইলিয়ানা। তিনি বলেন, দুজনের সম্মতিতে বিচ্ছেদ হয়েছে। আর তাই বিষয়ে একজন মুখ খুললে, অন্যজনের সেটা ভালো নাও লাগতে পারে।

‘বরফি’, ‘রুস্তম’, ‘রেইড’ বা হালের ‘পাগলপন্তি’- বলিউডের এই সিনেমাগুলোতে অভিনয় করেন ইলিয়ানা ডি ক্রুজ।

 

Leave A Reply

Your email address will not be published.