The news is by your side.

লিভ-ইন করছেন অদিতি-সিদ্ধার্থ!

0 142

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। এবার জানা গেলো, লিভ-ইন করছেন এই জুটি।

চার-পাঁচ মাস ধরে লিভ-ইন করছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। কয়েক দিন আগে একটি হোটেল থেকে এ জুটিকে একসঙ্গে বের হতে দেখা যায়। আর সেই সময়ের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত অক্টোবরের শেষের দিকে একসঙ্গে বিদেশে পাড়ি জমিয়েছিলেন অদিতি-সিদ্ধার্থ। একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। গতকাল (২৯ অক্টোবর) রাতে মুম্বাই বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উড়াল দেন এই যুগল। এয়ারপোর্টে অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে ক্যাজুয়াল লুকে দেখা যায়। এসময় তাদের ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায়।

গত ২৮ অক্টোবর ছিল অদিতির জন্মদিন। এদিন অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের পর তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। তারপর থেকে এ জুটি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ-ই।

Leave A Reply

Your email address will not be published.