The news is by your side.

লিভার সিরোসিস রোগীর চরিত্র করতে গিয়ে নিজেই আক্রান্ত সত্যজিত

0 154

 

দ্রুত ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা সত্যজিৎ দুবে।  জানা গেছে  মাত্র ২৭ দিনে ১০ কেজি ওজন কমিয়ে  লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন তিনি।

‘অ্যায়ে জিন্দেগি’ ছবিতে  লিভার সিরোসিস রোগে ভুগছেন-এমন চরিত্রে সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিতে অভিনয় করার জন্য মাত্র তরিঘরি  ১০ কেজি ওজন কমাতে হয় তাকে। এরপরই নিজেই   লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন।

গণমাধ্যমে স্পটবয়কে সত্যজিৎ বলেন—‘আমি যখন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই তখন শারীরিকভাবে ফিট ছিলাম। কিন্তু চরিত্রের প্রয়োজনে আমার শরীরে কিছুটা পরিবর্তন দরকার হয়। সেই সময় প্রতিদিন ১০ কিলোমিটার দৌড়াতাম। আর খাবার হিসেবে শুধু শসা আর টমেটো খেতাম।’

একদিকে ওজন কমিয়েছেন সত্যজিৎ, অন্যদিকে খুবই স্বল্প সময়ে ওজন বাড়িয়েছিলেন। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘এরই মাঝে আবার চরিত্রের প্রয়োজনে কিছুটা স্বাস্থ্যবান হওয়ার প্রয়োজন হয়। হাতে সময় ছিল মাত্র তিন দিন। পিৎজা আর হেলদি খাবার খেয়ে কিছুটা ওজন বাড়িয়েছিলাম। সেই সময় একটা বিষয় মাথায় ছিল চরিত্রের সঙ্গে নিজের লুক যেন মানানসই হয়।’

Leave A Reply

Your email address will not be published.