রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্কে ইউক্রেনের হামলায় এক বেসামরিক লোক নিহত হয়েছেন এবং এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ দাবি করেছেন ওই অঞ্চালের গভর্নর রোমান স্টারোভয়েট।
বৃহস্পতিবার ভোরে রোমান স্টারোভয়েট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।স্টারোভয়েট বলেন, কুরস্কের টাইওতকিনও গ্রামের একটি ইথানল কারখানায় ইউক্রেনের ক্ষেপণাত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টাইওতকিনও ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে ১.৫ মাইল (২.৪ কিলোমিটার) দূরে অবস্থিত। কুরস্ক ও ইউক্রেনের মধ্যে সীমান্তের উভয়পক্ষই এই মাসে বিরতিহীন কামান হামলা চালাচ্ছে।