রাজের অতীত ও বর্তমানের গলায় গলায় বন্ধুত্ব
স্বামী রাজের প্রাক্তন প্রেমিকা মিমির সাথে বন্ধুত্ব অটুট শুভশ্রীর!
হইচইয়ের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দেখা যাবে পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রীকে।
ওটিটি প্ল্যাটফর্মে এবারই প্রথম তিনি, তাই চ্যালেঞ্জও বটে! এরই মধ্যে এই ওয়েব সিরিজের জন্য শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী; যিনি রাজের সাবেক প্রেমিকা ছিলেন।
অবশ্য এর আগে রাজকে নিয়ে এই দুই অভিনেত্রীর মধ্যে রেষারেষির কথা সবারই জানা। শুক্রবার টুইটারে শুভেচ্ছা জানানোর পরই বন্ধুত্বের বিষয়টি প্রকাশ পায়।
মিমি টুইটারের লেখেন- ‘একটু দেরি হয়ে গেল শুভশ্রীকে এই অসাধারণ প্রজেক্টটির জন্য শুভকামনা জানাতে। আমার এটা দেখেই ভালো লাগছে যে, এরকম নারীকেন্দ্রিক কনটেন্ট তৈরি হচ্ছে। মহেন্দ্র সোনি এবং গোটা টিম… আমার তর সইছে না এটা দেখবার জন্য। আর হ্যাঁ, বলতেই হচ্ছে এই সিরিজের ক্যামেরার কাজ অসাধারণ। হইচই নিঃসন্দেহে সবরকমের স্টিরিওটাইপ ভাঙছে।’
শুভশ্রীও তার মিষ্টি বার্তার জবাব দিয়েছেন। লাভ চিহ্ন যোগ করে তিনি লেখেন- ‘ধন্যবাদ মিমি। দেখিস সিরিজটা ভালো লাগবে।’
এতেই বোঝা যায় তাদের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব রাজের অতীত ও বর্তমানের। তাদের কোনোরকম মন কষাকষি নেই। কয়েক মাস আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফাঁকে ক্যামেরাবন্দি হয়েছিলেন তারা।