The news is by your side.

রংপুরে  নির্যাতনের শিকার গৃহবধূ:  রমেক হাসপাতালে ভর্তি

0 263

 

 

রংপুর প্রতিনিধি।।

রংপুরে অমানবিক ও পাশবিক পারিবারিক নির্যাতনের শিকার গৃহবধূর হালিমা পারভীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার মধ্যরাতে নগরীর কোতোয়ালি থানার অনুপম হাউসে অবরুদ্ধ হালিমাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

নির্যাতিত গৃহবধূ হালিমা পারভীন সাংবাদিকদের জানান, ২০০০ সালে একই এলাকার মোঃ আলমগীর হোসেন বাবু’র সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী ২০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। বাবার বাড়ি থেকে স্বামীর দাবীকৃত যৌতুকের আংশিক টাকা দেয় হালিমা।

 

২০১০সাল থেকে ফের যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে আলমগীর, তার মা ও বোন। তারা নিয়মিত হালিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। একমাত্র সন্তান আরমান হোসেন উদয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন মুখ খোলেননি হালিমা।

হালিমা জানান, যৌতুকের টাকা না দেয়ায় তাকে বাড়ির একটি কক্ষে আটকে রেখে দিনের পর দিন শারীরিকভাবে নির্যাতন করা হয়।

বুধবার রাতে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে অনুপম হাউস থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

হালিমা পারভীনের অভিযোগের বিষয়ে তার স্বামী আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে আলমগীরের একাধিক প্রতিবেশী ঘটনার সত্যতা স্বীকার করেন। হালিমা পারভীন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave A Reply

Your email address will not be published.