The news is by your side.

যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধ ট্যাংক পাঠালে তা পুড়িয়ে দেওয়া হবে: পেসকভ

ওয়াশিংটন ৩০টি আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠাবে ইউক্রেনে

0 112

যুক্তরাষ্ট্র ইউক্রেনে আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠালে তা পুড়িয়ে দেওয়া হবে। এছাড়া প্রস্তাবিত চালান বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দেন।

দিমিত্রি পেসকভ বলেন, আব্রামস ট্যাংক চালানের বিষয়টি নিশ্চিত করা না হলে, তা শুধু অর্থের অপচয় ছাড়া কিছু হবে না।

তিনি বলেন, আমি নিশ্চিত যে অনেক বিশেষজ্ঞ এ ধারণাটির অযৌক্তিকতা মনে করেন। পরিকল্পনাটি প্রযুক্তির দিক থেকে বিপর্যয় ডেকে আনতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, সর্বোপরি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ ট্যাংকগুলো দিলে দেশটির সেনাবাহিনীতে যে সম্ভাবনা যুক্ত করবে তা তাদের বেশ শক্তিশালী করবে। তবে এই ট্যাংক অন্য সব ট্যাংকের মতো জ্বালিয়ে দেওয়া হবে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন তার আগের অবস্থানকে উল্টে ৩০টি আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠাবে।

Leave A Reply

Your email address will not be published.