টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। চলচ্চিত্র এবং রাজনীতিতে একই সময়ে পা রেখেছেন তারা। এ ছাড়া দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। কিন্তু ইদানীং অনেকই ধারণা করছেন, দুই অভিনেত্রীর বন্ধুত্বে হয়তো ফাটল ধরেছে। কারণ, অনেক দিন তাদেরকে আগের মতো একসঙ্গে দেখা যায় না। তবে আবারও দুই বান্ধুবীর পুনর্মিলনের কথা জানালেন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। সম্প্রতি কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে ফের দেখা মেলে দুই অভিনেত্রীর।
রোববার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই অনুষ্ঠানেরই দুই বান্ধুবীর একটি ছবি পোস্ট করেছেন এ অভিনেতা। ছবিতে দেখা যায়, একে অপরের গলা জড়িয়ে রয়েছেন মিমি-নুসরাত। ওই অনুষ্ঠানেই আবার এক ফ্রেমে বন্দি হলেন তারা। জন্মদিনে তোলা ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ লিখেছেন, ‘দিজ বন্ড’। ওই পোস্টের মাধ্যমে তিনি মনে করিয়ে দেন মিমি-নুসরাতের নিবিড় সেই বন্ধুত্বের কথা।
পরে যশের পোস্টটি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন দুই বান্ধুবী। অভিনেত্রী মানেই নিজেদের মধ্যে প্রথম হওয়ার প্রতিযোগিতা। কিন্তু সেই ভাবনাকে পেছনে ফেলে বন্ধুত্বের সম্পর্ককেই সর্বদা প্রাধান্য দিয়েছেন মিমি-নুসরাত। তবে হঠাৎ দূরত্বের আঁচ পেলেও জন্মদিনে তাদের ছবিটি যেন ফের দুজনের সুসম্পর্কের আভাস ছড়াচ্ছে।
টলিপাড়ায় একসময় একে অন্যকে ‘বোনুয়া’ নামে ডাকতেন মিমি-নুসরাত। তবে হঠাৎ তাদের বন্ধুত্বের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে শোবিজ অঙ্গনে তাদের সম্পর্কে ভাঙন ধরেছে এমন নানা গুঞ্জনও উঠে। কিন্তুৎ কেন এমন হলো এর ব্যাখ্যা আজও জানা যায়নি।