সুপারস্টার জিতের সঙ্গে জুটি বাঁধছেন সাংসদ- অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবির নাম ‘বাজি’ । টলিউডের প্রথম সারির প্রায় সকল অভিনেত্রীর সঙ্গেই কাজ করলেও এই প্রথমবার মিমির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চলেছেন জিৎ। সাংসদ হওয়ার পর এই প্রথম পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে দেখা যাবে অভিনেত্রী মিমিকে।
‘বাজি’ ছবির মূল গল্প এক দক্ষিণী ছবির অনুকরণে লেখা হয়েছে। তবে রিমেক অবশ্য বলা চলে না। কারণ জিৎ-মিমির ‘বাজি’র জন্য নতুন করে চিত্রনাট্য লিখেছেন ছবির চিত্রনাট্যকার অর্ণব ভৌমিক। তাই দক্ষিণী ছবির সঙ্গে হুবহু মিল থাকছে না ‘বাজি’র গল্পের।
জিতের প্রযোজনা সংস্থা ‘জিতজ্ ফ্লিমওয়ার্কস্’-এর ব্যানারে ‘বাজি’ ছবির পরিচালনা করবেন পরিচালক অংশুমান প্রত্যুষ। ছবির শুটিংয়ের রেকি করতে ইতিমধ্যেই সিনেম্যাটোগ্রাফারকে নিয়ে লন্ডন পৌঁছে গিয়েছেন জিৎ। কারন জানা গিয়েছে ছবির বেশ কিছুটা অংশের শুটিং হবে সেখানে।
সবকিছু ঠিক থাকলে ১৩ই ফেব্রুয়ারি থেকে ‘বাজি‘ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।