The news is by your side.

মাদক কারবারি বাঁধন!

0 109

৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হতে চলেছে অভিনেত্রী বাঁধনের ‘গুটি’। ডার্ক-থ্রিলারধর্মী এ সিরিজ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত।

দেশে এটিই হতে যাচ্ছে বছরের প্রথম ওয়েব সিরিজ। এরই মধ্যে উন্মুক্ত হয়েছে ট্রেলার। অভিনেত্রী বাঁধনকে দেখা গেছে মাদক কারবারির চরিত্রে। আছেন পুলিশের নিশানায়। এ ছাড়া নানা বেড়াজালে জড়িয়ে পড়ছেন প্রতিনিয়ত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গুটি’র ট্রেলার শেয়ার করে চরকি লিখেছে, ‘গুটিকয়েক সুখের খোঁজে বিক্ষত দেহে ছোটাছুটি।’

এই ওয়েব সিরিজে নিজের চরিত্রটি প্রসঙ্গে বাঁধনের ভাষ্য, ‘সমাজে বড় বড় রাঘববোয়ালের হাতে যারা দাবার ঘুঁটির মতো ব্যবহৃত হয়, সেসব মানুষের গল্পে এ সিরিজ। আর সে যদি নারী হয়, তবে তার বিপদের শেষ নেই। এ সিরিজে তেমন এক নারীর জীবনযাপন ও সংগ্রামের গল্প বলা হয়েছে। চরিত্রটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখন সিরিজটি মুক্তি পাচ্ছে, আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সিরিজটির শুটিং হয়েছে চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন স্থানে। বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী হামিদ প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.