The news is by your side.

ভিশন নিউজ ২৪: প্রতিনিধি নিয়োগ  

0 460

 

 

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল  – ভিশন নিউজ ২৪ ( visionnews24)  এ দেশের সকল জেলা, মহানগর,পাবলিক বিশ্ববিদ্যালয়  ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।

* আবেদনকারীকে স্নাতক/  স্নাতক অধ্যায়নরত হতে হবে।

* সাংবাদিকতায়  কমপক্ষে ২  বছরের অভিজ্ঞতা  আবশ্যক।

আবেদনের ঠিকানা : সম্পাদক, ভিশন নিউজ ২৪, চতুর্থ তলা ( দোকান মালিক সমিতি অফিস সংলগ্ন), আজিজ সুপার মার্কেট , শাহবাগ, ঢাকা।

ইমেইল : visionnews24desk@ gmail.com, newsnetworkitv@gmail.com

সেল : 01717503266 ( What’s app / SMS)

আবেদনপত্রের  সঙ্গে দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতা সংক্রান্ত কাগজপত্র  সংযুক্ত করতে হবে।

৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

১০ আগস্ট  প্রাথমিকভাবে মনোনীত   প্রতিনিধিদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নিয়োগদানের তারিখ থেকে প্রথম তিন মাস ( পর্যবেক্ষণকালীন সময়) কোন ধরনের বেতন কিংবা সম্মানী প্রদান করা হবে না।

১৭ আগস্ট  তারিখ থেকে সাক্ষাতকারের মাধ্যমে নিয়োগ  প্রদান করা হবে।

 

সুজন হালদার

সম্পাদক

১৯.০৭.২০২২

Leave A Reply

Your email address will not be published.