The news is by your side.

ভাস্কর্য  ইস্যুতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

0 399

 

 

বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।

হেফাজতে ইসলামের নাম উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে তারা এর আগেও মিথ্যাচার করেছে। তারা যদি নিজেদের এখন শক্তিশালী ভাবে তাহলে তারা ভুল করবে।

কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.