The news is by your side.

ভারত থেকে পেঁয়াজ আনার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

0 780

 

অভ্যন্তরীণ চাহিদা মোকাবেলায় ভারত তাদের দেশে যেসব পেঁয়াজ আমদানি করেছে, সে পেঁয়াজ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত যে পেঁয়াজ আমদানি করেছে, সে পেঁয়াজ সরকারিভাবে নেয়ার সুযোগ নেই। তবে ব্যবাসায়ীরা সেগুলো অকশনে নিতে পারবেন।

এ সময় পেঁয়াজের আবাদ বাড়ানোর জন্য কৃষকদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া ডাল ও চিনিসহ ভোজ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। নতুন ভ্যাট পাঁচ ভাগ সংযুক্ত হওয়ায় দাম বেড়েছে। তবে রোজার আগে সব পণ্যের দাম হাতের নাগালে আনার চেষ্টা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত  ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.