The news is by your side.

ভারতে কৃষক আন্দোলনের পক্ষে মিয়া খলিফা

0 332

 

 

ভারতের কৃষক আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়ছে দেশের বাইরেও। গত দুই দিনে এই আন্দোলনের সমর্থনে একাধিক টুইট করেছিলেন মার্কিন পপ-তারকা রিহানা। এবার এই আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা।

টুইটে তিনি লিখেছেন, কৃষি আন্দোলন বন্ধ করার জন্য ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির কিছু অংশে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আরও একটি টুইটে মিয়া বলেন, যারা ওখানে আন্দোলন করছেন তারা কেউই অর্থের বিনিময়ে অভিনয় করছেন না। কাস্টিং ডিরেক্টররা নিশ্চয়ই অ্যাওয়ার্ড সেরিমনিতে তাদের উপেক্ষা করবেন না। আমি সব সময় কৃষকদের পাশে আছি।

মার্কিন পপ-তারকা রিহানার টুইটের কয়েক ঘণ্টা পর কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। রিহানা ও গ্রেটার টুইটের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রিচা চাড্ডা, দিলজিৎসহ আরো অনেকে।

এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডোও।

 

 

Leave A Reply

Your email address will not be published.