The news is by your side.

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

0 602

 

 

প্রায়ই বলতেন, ‘‘আমি অ্যাথলিট, করোনা আমায় ছুঁতেও পারবে না!’’ চতুর্থ বার পরীক্ষায় দেখা গেল, কোভিড পজ়িটিভ সেই ব্রাজিলের প্রেসিডেন্ট জ়াইর বোলসোনারো-ও। উপসর্গ দেখা দেওয়ায় সোমবার পরীক্ষা করা হয়েছিল প্রেসিডেন্টের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো জ়াইরও অতিমারির প্রকোপকে কোনও গুরুত্ব দেননি । এপ্রিলে মন্তব্য করেছিলেন, ‘‘আমি যদি কোভিড-১৯-এ আক্রান্তও হই, চিন্তিত হব না। এটা তো একটা সাধারণ সর্দি-জ্বরের মতো অসুখ।’’ তখন অবশ্য ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজারের নীচে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষে!

 

 

Leave A Reply

Your email address will not be published.