The news is by your side.

বিয়ের আড়াই মাস হতে না হতেই মা হতে চলেছেন আলিয়া ভাট

0 223

মা হতে চলেছেন জানালেন আলিয়া। সোমবার সকাল সকাল মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন আলিয়া ভাট। এপ্রিলেই বিয়ে করেন রণবীর-আলিয়া। নতুন মা-বাবাকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন তারকারা। দিদা হওয়ার আনন্দে নাচছেন সোনি রাজদানও।

‘আমাদের বেবি আসছে খুব জলদি’, সোশ্যাল মিডিয়ায় লেখেন আলিয়া। খবর বলছে নভেম্বরেই আসবে খুদে ভাট-কাপুর। সোনি জানালেন, ‘আমাদের খুশির কোনও অন্ত নেই। বলা যায় খুশির সপ্তম স্বর্গে আছি আমি। মা-বাবা হতে চলা আলিয়া-রণবীরের জন্য যেমন আনন্দ হচ্ছে, তেমন খুশি গোটা পরিবারের জন্য। সন্তান হওয়া বা একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার থেকে খুশির, আনন্দের, আত্মতৃপ্তির খবর আর কি বা হতে পারে!’

ইতিমধ্যেই রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর, ঋদ্ধিমা কাপুর সাহানি, মৌনি রায়, রকুলপ্রীত সিং, টাইগার শ্রফরা।

১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। মুম্বইয়ে রণবীর কাপুরের বাড়িতেই ঘরোয়াভাবে হয়েছিল বিয়ের আয়োজন। তার দিনকয়েকের মধ্যেই কাজে ফেরেন দু’জন। এখনও হানিমুনটাও হয়ে ওঠেনি! তার মাঝেই এল খুশির খবর।

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে আলিয়া-রণবীরকে। ৯ সেপ্টেম্বর ছবির মুক্তি পাওয়ার কথা ২ডি আর থ্রিডি-তে। এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুনা।

Leave A Reply

Your email address will not be published.