The news is by your side.

বিশ্বের শীর্ষ দুই নেতার মধ্যে ফোনালাপ

0 457

গত কয়েক দশকের মধ্যে বর্তমানে ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক তলানিতে রয়েছে। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর চীনের প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে দ্বিতীয় বার ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার দুই ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান আলাপ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এ কথা জানায়।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তাদের ফোনালাপ স্থায়ী হয় প্রায় ৯০ মিনিট।  তারা এ সময় যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, তারা ‘যেসব এলাকায় নিজেদের স্বার্থ এক বিন্দুতে মিলিত হয় এবং যেসব এলাকায় এ দুই দেশের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়’, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এ ফোনালাপ এমন সময়ে অনুষ্ঠিত হলো— যখন দেশ দুটি করোনাভাইরাসের উৎপত্তি, মানবাধিকার ও বাণিজ্য নিয়ে বিবাদে জড়িয়ে আছে।

জো বাইডেনের উদ্যোগে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। বাইডেন ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো শি জিনপিংয়ের সঙ্গে কথা বললেন। এতে আরও উল্লেখ করা হয়, দুপক্ষই ঘন ঘন যোগাযোগের বিষয়ে একমত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.